প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৫
চাঁদপুরে স্কাউটের কর্মসূচির নামে ছদ্মবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের অপতৎপরতার অভিযোগ
গত ১৬ ডিসেম্বর ২০২৪
চাঁদপুর জেলা স্কাউটস কর্তৃক বিজয় দিবস উপলক্ষে মুক্ত স্কাউট গ্রুপ ফোরামের উদ্যোগে জেলা স্কাউট প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও স্কাউট অভিবাদন শেষে চাঁদপুর শহরে এক সংক্ষিপ্ত র্যালি বের হয়। বিজয় দিবসের পতাকা উত্তোলন ও অভিবাদন শুরুর প্রাক্কালে 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ' কর্তৃক কর্মসূচি বানচাল করার জন্যে হট্টগোল শুরু করা হয় । এই 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপে'র সভাপতি হলেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল। আর ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ইমন খান এই স্কাউট গ্রুপের উদ্যোক্তা।
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পতাকা উত্তোলন করার কথা বাংলাদেশ স্কাউটস- এর সহকারী পরিচালক পুরবী সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি পুরবী সরকারসহ মুক্ত স্কাউট গ্রুপ ফোরামের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সুফী খায়রুল কবির খোকনসহ সিটি ওপেন স্কাউট গ্রুপ, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর ওপেন স্কাউট গ্রুপ, মেঘনা পাড় ওপেন স্কাউট গ্রুপ, আল আমিন একাডেমি স্কাউট গ্রুপ ও ক্রিয়েটিভ স্কাউট গ্রপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ
সময় অনুষ্ঠান বানচালকারীদের নিবৃত্ত না করে পুরবী সরকার (এডি) নীরবতা পালন করেন। পরে পরিস্থিতি ভয়ানক হতে পারে আঁচ করতে পেরে বিজয় দিবসের অনুষ্ঠানকে সার্থক করার লক্ষ্যে ফোরামের সাধারণ সম্পাদক ফোনে চাঁদপুর মডেল থানার সহায়তা চান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিক
এসআই আওলাদ হোসেনকে ঘটনাস্থলে পাঠালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক প্রচেষ্টা চালায়।
৫ আগস্ট গণঅভ্যুথানের পর প্রথম বিজয় দিবসের অনুষ্ঠান বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জেলা স্কাউটস এডি পুরবী সরকার উপস্থিত থাকলেও জেলা স্কাউটস এডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত না করে নীরবতা পালন করেন। 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপে'র ইমন হোসেন, মারিয়া আক্তার, অনিক সহ আরো কয়েকটি সমমনা গ্রুপকে নিয়ে গত ৬ জানুয়ারি ২০২৫ পুরবী সরকার জেলা প্রশাসকের কাছে কথিত বৈষম্যবিরোধী ব্যানারে প্রস্তাবিত সংস্কারপত্র তুলে দেন। সংস্কারপত্র তুলে দেওয়ার প্রাক্কালে একটি পরিচ্ছন্নতা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা স্কাউটস-এর এডহক কমিটির সদস্য সচিব পুরবী সরকার।
উল্লেখ্য, কথিত বৈষম্যবিরোধী ব্যানারে 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ'কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এডহক কমিটির সদস্য সচিব পুরবী সরকার নেপথ্যে থেকে পরিচ্ছন্ন অভিযান ও জেলা স্কাউট সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার প্রয়াস চালাচ্ছেন বলে জোরালো অভিযোগ উঠেছে।
'বাংলাদেশ স্কাউট সদর দফতর থেকে সারাদেশে জেলা প্রশাসকদের কাছে জেলা স্কাউট সংস্কার বিষয়ক পত্র ইতোমধ্যে প্রেরণ করা হয়। বিজয় দিবসে স্কাউটস-এর কর্মসূচি বানচালের প্রকৃত ঘটনা তদন্ত করলে ফ্যাসিবাদের দোসরদের চেহারা উন্মোচিত হবে'-- এমনটি দাবি করে চাঁদপুরের প্রকৃত স্কাউটসরা বলেছেন, ফ্যাসিবাদের কোনো দোসর যেনো উপজেলা ও জেলা স্কাউটসের নির্বাহী কমিটিতে স্থান না পায়। ক্রিয়েটিভ স্কাউট গ্রুপের সস্পাদক আরিফ হোসেন অপু চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সম্পাদক ও ইমন খান ছাত্রলীগের একটি পদে রয়েছে। এমনকি সে জেলা বিএনপির সভাপতির বাড়ি আগুনে পোড়ানোর মামলার আসামি। জুলাই বিপ্লবের পর দীর্ঘদিন পলাতক ছিলো বলে জানা যায়।
এ ব্যাপারে বাংলাদেশ স্কাউটসের চাঁদপুর ও কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক (এড) পুরবী সরকার বলেন, বিষয়টি এ রকম নয়।আগামীকাল ফোন দিয়ে অফিসে আসেন। সরাসরি কথা বলবো।
চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপ ফোরামের সম্পাদক সুফী খায়রুল আলম খোকন বলেন, আমি ৬ জানুয়ারি সকাল ১০ টায় জেলা স্কাউট অফিসে কিছু ফুলের চারা উপহার দিতে গেলে সহকারী পরিচালক পুরবী সরকারের সাথে 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপে'র কর্ণধার ও ছাত্রলীগ নেতা ইমন খানকে অফিসে দেখতে পাই। তখন এডির সাথে দেখা হলে আমাকে চা খেতে বলে তিনি জানান, 'ডিসি অফিসে যাচ্ছি'। তখন আমি এডিকে বলি, "আপনি কাদেরকে নিয়ে ডিসি অফিসে যাচ্ছেন, যারা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান বানচাল করার ষড়যন্ত্র করেছিল, তাদেরকে নিয়ে? আপনিতো বিতর্কিতদের নিয়ে ডিসি অফিসে যেতে পারেন না। যেহেতু আপনি বাংলাদেশ স্কাউটসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।''