প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২৮
স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার ৫ বছরপূর্তি উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সকালে গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে সংগঠনের ৫ বছরপূর্তি উপলক্ষে এই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং উদ্বোধন করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ মহিব্বুল্লাহ খান। উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রাণী সাহা, বিএনসিসির ক্যাপ্টেন কমান্ডার (ময়নামতি রেজিমেন্ট) আবুল কালাম আজাদ, সংগঠক এইচএম মুহিব, আব্দুল বাতেন, সোহেল মিজি, মামুন খান, শাহীন খান, নিতাই চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মো. শ্রাবণ, ব্লাড ডোনেশন শাখার সহ-সমন্বয়ক আল-আমিন, সভাপতি ফাহিম খান, কেন্দ্রীয় শাখার সভাপতি সাকিব খান, সাধারণ সম্পাদক আমান খান প্রমুখ।
এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিংয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান ও সোহেল খান।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ব্লাড ডোনেশনের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করা একটি মহৎ কাজ। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সময়মতো ডোনার সংগ্রহ করা একটি কঠিন কাজ। সে কঠিন কাজকে সহজীকরণে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার এ কাজ অবশ্যই প্রশংসনীয়। বিগতদিনের ন্যায় আগামীদিনেও স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার সদস্যরা সকল ভালো কাজের সাথে যুক্ত থাকবে বলে বক্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।