প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:০১
উপদেষ্টা ডিসি ইউএনও'র খাস লোক পরিচয়ে প্রতারণা।। তৃতীয় লিঙ্গের একজন আটক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের খাস লোক পরিচয় দিয়ে এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে হোয়াট্স অ্যাপ, ম্যাসেঞ্জারে যোগাযোগ রয়েছে এমন তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ফরিদগঞ্জ থানা পুলিশ মো. ঝুটন মিয়া প্রঃ জারা রহমান (৩৯) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে আটক করেছে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাটালি গ্রামের বাচ্চু বেপারীর ছেলে মো. ঝুটন মিয়া প্রঃ জারা রহমান তৃতীয় লিঙ্গের ব্যক্তি। সে তার তিন-চারজন সহযোগীসহ এলাকার বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজি করতো এবং মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলতো। বিভিন্ন সময়ে সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং তার সাথে নিয়মিত হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যোগাযোগ হয়। সে উপদেষ্টা মাহফুজ আলম, জেলা প্রশাসক এবং ইউএনও'র খাস লোক পরিচয় দেয়।
এ রকম একটি ঘটনায় গত ৫ ডিসেম্বর সে বিশকাটালি গ্রামের বোরহান মিজির বাড়িতে গিয়ে নিজেকে উপদেষ্টা মাহফুজ, ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার খাস লোক পরিচয় দিয়ে এবং তার সাথে নিয়মিত কথা হয় মর্মে ছবি দেখিয়ে হুমকি দেয় এবং তার নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে বোরহান মিজি বাধ্য হয়ে তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা নগদ প্রদান করেন।
পরক্ষণেই তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফরিদগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা করেন। থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মো. ঝুটন মিয়া প্রঃ জারা রহমান (৩৯) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, মো. ঝুটন মিয়া প্রঃ জারা রহমান ও তার সঙ্গীরা বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতো। মামলা দায়েরের পর তাকে আটক করে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ডাকাতি মামলা সহ আরো পাঁচটি মামলা রয়েছে।