প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম
শীত কারো জন্যে আনন্দদায়ক হলেও অনেকের জন্যে বেদনার। বিশেষত যাদের কাছে শীতের পোশাক নেই বা শীতবস্ত্র কেনার সামর্থ্য রাখেন না, তীব্র ঠাণ্ডা এই পৃথিবী তাদের জন্যে নরক। শীত অসহায়ের জীবনকে অসহনীয় করে তোলে। বিশেষ করে দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায় মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে সামাজিক সংগঠন ‘ফরিদগঞ্জ ফ্রেন্ডস ফোরাম’ একটি শীতবস্ত্র বিতরণের মতো মহতী উদ্যোগ গ্রহণ করে। সংগঠনটি গতানুগতিকভাবে শীতবস্ত্র বিতরণ না করে ব্যতিক্রমভাবে রাতের আঁধারে ঘুরে ঘুরে রাস্তার পাশে খুপরি ঘরে শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর হাতে কম্বল তুলে দিচ্ছে।
১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৪ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে ঘুরে যেখানে অসহায় মানুষ পেয়েছে সেখানেই কম্বল দিয়েছে। এই কার্যক্রম প্রতি বছর করা হয়। স্বেচ্ছাসেবকদের সমন্বয় করে সবচেয়ে অসহায় মানুষদের কাছে কম্বল পৌঁছানোর চেষ্টা করা হয়। ফরিদগঞ্জ বাজার, গৃদকালিন্দিয়া বাজার, রূপসাবাজার, নয়ারহাট বাজার এবং ফরিদগঞ্জ সদরের বিভিন্ন লোকেশনে রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগেও সংগঠনটি বিভিন্ন দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছুটে গেছে অসহায় মানুষের কাছে।
কম্বল বিতরণ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার আল আমিন, সুজন, সালাউদ্দিন, মাঈনুদ্দিন, মানিক, সোহাগ, বিশ্বজিৎ, টিপু, মনির, দ্বীন মোহাম্মদ সোহেল, আরিফ ও ডা. খালেদ।