প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭
কচুয়া পৌরসভার স্টোর কিপার মাদকসহ গ্রেফতার
কচুয়ায় ১০ বোতল ফেনসিডিলসহ দুরন্ত ইব্রাহিম নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মাজহারুল হক কড়ইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়তের সামনে থেকে তাকে আটক করেন।
ডিবির ওসি মো. মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুরন্ত ইব্রাহিম দীর্ঘদিন ধরে কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। অভিযানের সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ হালিম বলেন, মাদক কারবারি দুরন্ত ইব্রাহিম উপজেলার বাসাবাড়িয়া গ্রামের আশেক আলীর ছেলে। সে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও কচুয়া পৌরসভায় স্টোরকিপার পদে কর্মরত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।