বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:১৮

সমাজকে মাদকসহ সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারে ক্রীড়া

…….সাবেক মেয়র মঞ্জিল হোসেন

প্রবীর চক্রবর্তী।।
সমাজকে মাদকসহ সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে রক্ষা  করতে পারে ক্রীড়া
ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব মিরপুরে বিজয় দিবস উপলক্ষে দুদিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ করছেন সাবেক মেয়র মঞ্জিল হোসেন।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন বলেছেন, গত ১৭ বছর গ্রামাঞ্চলে খেলাধুলার বালাই ছিলো না। ফলে সামাজিক অবক্ষয় চরমভাবে দেখা দিয়েছে। কারণ একমাত্র ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে মাদকসহ সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা যায়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের সর্বত্র ক্রীড়াঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে । শিশু কিশোররা ক্রীড়ার আনন্দে মেতে উঠেছে। যার বড়ো প্রমাণ পূর্ব মিরপুর এলাকার দুই দিনব্যাপী এই ক্রীড়ানুষ্ঠান, যা এলাকার সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণের সার্থকতা প্রমাণ করে। আমি চেষ্টা করবো পৌর এলাকাসহ পুরো ফরিদগঞ্জে ক্রীড়ার ক্ষেত্রে এ রকম জাগরণ সৃষ্টি করতে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) রাতে পূর্ব মিরপুর এলাকাবাসীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও খলিল সর্দারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও তিনবারের কাউন্সিলর জাকির হোসেন গাজী ও পৌর বিএনপি নেতা ইউনুস বেপারী।আলোচনা শেষে অতিথিবৃন্দ দুদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়