প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২
শাহরাস্তিতে মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের জন্মদিন পালন
মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, চাঁদপুর- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের জন্মদিন পালিত হয়েছে।
আজ ১৩ সেপ্টেম্বর দুপুরে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে জন্মদিন পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিলা নেত্রী নাসরিন জাহান সেফালী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন। এছাড়া এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।