রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫

বাগাদীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় আটক নেই

গোলাম মোস্তফা
বাগাদীতে  অটোরিকশা  চালককে হত্যার ঘটনায় আটক নেই

গত ৩০ নভেম্বর দিবাগত গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তায় মেসার্স নুসাইবা অটো ট্রেডার্সের মালিক রাসেল গাজী সিএনজি অটোরিকশা চালক শরীফ তালুকদারকে বকেয়া ভাড়ার ১১ হাজার টাকার জন্যে হত্যা করে দোকানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। কিন্তু শরীফ তালুকদারকে হত্যার যথেষ্ট প্রমাণ থাকায় তার স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে ২ ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রাসেল গাজী ও গ্যারেজের মিস্ত্রি সুমনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, নিহত শরীফ তালুকদার বাগাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের মফিজ তালুকদারের ছেলে। তার মা আয়েশা বেগম সৌদি প্রবাসী। নিহত সিএনজি চালক শরীফ তালুকদারের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, শরীফকে পাওনা টাকার জন্যে দোকানের ভেতর আটকে রাখা হয়। এরপর লাশ আমরা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি । এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়