মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২০:১৩

জনগণের কাঙ্ক্ষিত পুলিশ গঠনে সকলের সহযোগিতা কামনা

চাঁদপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও সুধীজনদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময়

অনলাইন ডেস্ক
চাঁদপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও সুধীজনদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময়
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ

চাঁদপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৫ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে নয়টায় চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

এ সময় তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন মতামত শুনেন, সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা।

এতে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে উপস্থিত অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর বিকেল ৩টায় চাঁদপুর জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।

এ সময় প্রধান অতিথি উপস্থিত সুধীজনদের বিভিন্ন মতামত শুনেন এবং জনগণের কাঙ্ক্ষিত পুলিশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

অনুষ্ঠানে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রসমাজের প্রতিনিধিবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়