প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২১:৫০
চাঁদপুরে পূবালী ইসলামী ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন
আমাদের রয়েছে ৬৫ বছরের ব্যাংকিং সেবার ইতিহাস : ডিজিএম মোঃ জহিরুল ইসলাম
পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুরের প্রধান শাখায় পূবালী ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর ২০২৪) বেলা ১১টায় চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুরের প্রধান শাখায় ম্যানেজার বিউটি দাসের সভাপ্রধানে ফিতা কেটে পূবালী ইসলামী ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের প্রধান (ডিজিএম) মোঃ জহিরুল ইসলাম। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে তাদের সাপোর্ট দেয়ার জন্যে আমাদের এই কার্যক্রম চালু হয়েছে। ব্যাংকিং সেক্টরে আমাদের সুনাম রয়েছে। আমরা আপনাদের আমানত ঠিক রেখেছি বিধায় আমাদের রয়েছে ৬৫ বছরের ব্যাংকিং সেবার ইতিহাস। ইসলামী শরীয়া মোতাবেক আমাদের এই সেবা কার্যক্রম চলবে। পাশাপাশি ব্যাংকিং সেবা যেটা চালু ছিলো, তাও থাকবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লার শাখা প্রধান মোঃ আসাদুজ্জামান মজুমদার (এজিএম)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত, স্ট্র্যান্ড রোডস্থ ব্যবসায়ীদের পক্ষে মোঃ ইব্রাহিম, মোঃ মহসিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শাখা প্রধানসহ কর্মকর্তাবৃন্দ। পরে প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলামসহ কর্মকর্তারা কেক কাটেন এবং উপস্থিত ব্যাংকের গ্রাহক ও সুধীবৃন্দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।