শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০

নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির শিক্ষার্থীদের মাস্ক বিতরণ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির শিক্ষার্থীদের মাস্ক বিতরণ

দীর্ঘ শিক্ষা বিরতির পর সারা দেশে এক যোগে গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার হয়েছে। সরকারি নির্দেশনা মেনে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ একই সাথে শ্রেণি কার্যক্রম চালু করেছে। করোনা মহামারি থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় কলেজ গভর্নিং বডি শিক্ষক কর্মচারিদের সাথে নিয়ে তদারকি করছেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে শিক্ষার্থীরা কলেজে প্রবেশের সাথে সাথে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা, মাস্ক নিশ্চিত করা, সামাজিক দুরত্ব বজায় রাখা ইত্যাদি কঠোর ভাবে তদারকি করা হয়।

শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৩ টায় কলেজ গভর্নিং বডি ও শিক্ষকদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়াণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম (উপ সচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রেণি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি অনুসরণ করার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তিনি গভর্নিং বডির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর নিকট ৫শ মাস্ক হস্তান্তর করেন।

এছাড়া কলেজ গভর্নিং বডির সভাপতি মো সাইফুল ইসলাম উপ সচিব এর সার্বিক প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৪তলা বিশিষ্ট কলেজের একটি নতুন ভবনের বরাদ্দ পাওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে গভর্নিং বডির সভাপতিসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো শাহিদ খালেদ শামসু প্রধান, মো. জাহাঙ্গীর আলম খন্দকার, হিতৈষী সদস্য মো রাসেল প্রধান, অভিভাবক সদস্য মো. আবু সায়েম মাস্টার, মো. মানিক সরকার, মো. ইসমাইল প্রধান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নাসরিন জাহান, মো. সাইফুল ইসলাম, প্রভাষক মো. ওয়াহিদুজ্জামান ভুঁইয়াসহ শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়