বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:২২

ডাকাতিয়া নদী ও খাল সংস্কারের দাবিতে মতবিনিময় সভা ॥ সংগ্রাম কমিটি গঠন

ফরিদগঞ্জ ব্যুরো
সিআইপির অভ্যন্তরে জলাবদ্ধতা

চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদী ও খাল সংস্কারের দাবিতে এবং কৃষক, ফসল, বনজ গাছ রক্ষা, কৃষক, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের রক্ষার্থে করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ ওনুআ পাঠাগারে আয়োজিত সভায় বক্তারা বলেন, সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবে এবং চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ তৈরির পর থেকে অদ্যাবধি সঠিকভাবে খাল খনন না করা, দখল হয়ে যাওয়া খালগুলোর প্রধান পানির উৎস ডাকাতিয়া নদীর নাব্যতা না থাকা এবং দখল হয়ে যাওয়া সর্বোপরি পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সিআইপির অভ্যন্তরে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। এমন ঘটনা প্রতি বছরে হলেও চলতি বছরে পুরো সেচ প্রকল্পের অভ্যন্তরের ৬টি উপজেলার মানুষকে চরম দুর্ভোগ ও বিপদে পড়তে হয়েছে। নষ্ট হয়েছে আমন আবাদ, ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ, নষ্ট হয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট। এ অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদেরকেই উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে সঠিকভাবে ডাকাতিয়া নদী এবং সিআইপির অভ্যন্তরের খালগুলো উদ্ধার ও সংস্কার করার জন্যে।

তাবারক উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল। আরো বক্তব্য রাখেন আঃ ওয়াদুদ, জাহাঙ্গীর আলম, বাচ্চু মিয়া, মোস্তফা কামাল মুকুল, তাজুল ইসলাম, নুরুল ইসলাম কুট্টি, শান্তি শীল, মমতাজ উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে আলমগীর হোসেন দুলালকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট ‘চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) রক্ষায় ডাকাতিয়া নদী ও খাল খনন সংগ্রাম কমিটি, চাঁদপুর-লক্ষ্মীপুর’ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক আঃ ওয়াদুদ, জাহাঙ্গীর আলম, বাচ্চু মিয়া, সদস্য তাবারক উল্লাহ, মোস্তফা কামাল মুকুল, তাজুল ইসলাম, নুরুল ইসলাম কুট্টি, শান্তি শীল, মমতাজ উদ্দিন, শেখ আলী আহাম্মদ, জিয়া উদ্দিন, জহিরুল ইসলাম বিএসসি, লিপন মিয়া ও লিটন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়