প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:১০
শাহরাস্তিতে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অর্গানাইজিং ডে পালিত
শাহরাস্তিতে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অর্গানাইজিং ডে পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার প্যারাডাইজ কপি হাউস মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
|আরো খবর
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান রহিমা বেগম কল্পনার সভাপতিত্বে রোটারিয়ান কাজী রাকিবুল হাসান রুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলা-৩২৮২-এর সাবেক সেক্রেটারি রোটারিয়ান কেরামতুল আজিম পিন্টু, ক্লাবের এ্যাডভাজার রোটারিয়ান কাজী সাহাদাত, ফেনী সানরাইজ রোটারিয়ান সবুজ, চট্টগ্রাম ক্লাবের রোটারিয়ান রিংকু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারী ২২-২৩ মাহমুদা খানম, ট্রেইনার মফিজ উদ্দিন সরকার, ভাইস-চেয়ারম্যান -৪ মোঃ আসিকুল ইসলাম, রোটারিয়ান ইলিয়াস মজুমদার, রোটারিয়ান আওলাদ হোসেন প্রধানীয়া, রোটারিয়ান সাখাওয়াত হোসেন, মজিবুর রহমান, মাসসুদ আলম শাহিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও প্রচার সম্পাদক মোঃ নোমান হোসেন আকন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এরপর সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।