প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২
রক্তবিন্দু সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আজ শনিবার ১১ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রক্তবিন্দু সমাজসেবা সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠিত হয়।
|আরো খবর
রক্তবিন্দু সমাজ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নানুর রহমান, চান্দা ইমাম আলী স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক জেসমিন আক্তার, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির তালুকদার, জেলা ছাএসমাজের আহ্বায়ক শরীফ পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন ছাএলীগের সভাপতি মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মানিকসহ রক্তবিন্দু সমাজ সেবা সংস্থার নেতৃবৃন্দ, শিক্ষক, এলাকার গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ মেধাবী ছাএীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।