বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২২:৫২

মতলব উত্তরে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামে ধরা পড়লো বিরল প্রজাতির প্রাণী। মঙ্গলবার ২২ অক্টোবর সকালে বিরল প্রজাতির এই ৩টি প্রাণী ধরেছে স্থানীয় লোকজন।জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মস্তাপুর এলাকার পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে কি যেন নড়াচড়া করছে। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে বিরল প্রজাতির প্রাণীগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩টি প্রাণী আটক করে। মাসহ আরো কয়েকটি প্রাণী পালিয়ে যায়। পরে এগুলো খাঁচায় বন্দি করে রাখে। এগুলো দেখতে নানান পেশার ও নানান বয়সের মানুষ ভিড় করছে। এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের শাবক, কেউ বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছে চিতা বিড়াল। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়