শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২২:২৬

মাদক মামলায় বিক্রেতার কারাদণ্ড

চৌধুরী ইয়াসিন ইকরাম
মাদক মামলায় বিক্রেতার কারাদণ্ড
ছবি : প্রতীকী

চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড থেকে ২ কেজি গাঁজাসহ আটক মোঃ শাহাদাত হোসেন (১৮) নামে মাদক বিক্রেতাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আবদুল হান্নান এই রায় দেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে শহরের স্বর্ণখোলা রোড এলাকা থেকে সাজাপ্রাপ্ত শাহাদাতসহ আরও ২জন গ্রেপ্তার হয়। তাদের মধ্যে সুশীল চন্দ্র দাস ও পাবেলের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা করেন। এর মধ্যে শাহাদাত হোসেন গ্রেপ্তারের সময় বয়স কম হওয়ায় তার মামলাটি শিশু আদালতে প্রেরণ করা হয়। মামলাটি তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন ২০২২ সালের ২৫ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি চলমান অবস্থায় আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলা চলমান অবস্থায় আসামী সাখাওয়াত জামিনে গিয়ে পলাতক রয়েছেন। চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু বলেন, মামলার সাক্ষ্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা এবং আসামীর অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। তবে রায়ের সময় আসামী অনুপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ সাখাওয়াত হোসেন মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়