প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২৩:১৬
প্রায় শতবর্ষী প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ীর পরলোকগমন
চাঁদপুর শহরের পুরাণবাজারের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী রমেশ চন্দ্র ঘোষ (৯৮) আর বেঁচে নেই। ২২ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের সময় তিনি চাঁদপুর শহরের গুয়াখোলার বাসস্থানে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে চাঁদপুর পৌর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ এদিন সকাল ১০টায় শ্রীশ্রী গুয়াখোলা সার্বজনীন দুর্গা মন্দির হতে ১০টা ৩০ মিনিটে শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রাখা হয়। এর পর বেলা ১১টার সময় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে চাঁদপুর মহাশ্মশানে নেয়া হয়।
রমেশ ঘোষের মিষ্টি, দধি চাঁদপুর শহরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ হতো। তাঁর মিষ্টি সামগ্রীর সুখ্যাতিও ছিলো বেশ। চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অবস্থিত মিষ্টি মেলা তাদেরই প্রতিষ্ঠান।
রমেশ ঘোষের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।