শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১২:০১

পূজা মণ্ডপ পরিদর্শনে নৌ পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
পূজা মণ্ডপ পরিদর্শনে নৌ পুলিশ সুপার
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি পূজার সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করতে ১২ অক্টোবর ২০২৪ শনিবার রাতে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির (পুরাণবাজার), হরিসভা, শ্রী শ্রী গৌর নিতাই মহাপ্রভুর মন্দির, মজুমদার বাড়ি সার্বজনীন (হাইমচর উপজেলা) দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের সভাপতি ও সেক্রেটারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পুলিশ সুপারের সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম এবং নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ। পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। পূজার প্রতিটি আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজার সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়