প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮
ফরিদগঞ্জের ধানুয়ায় নিসচার ক্যাম্পেইন
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা হ্রাসে ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ধানুয়া এলাকায় নিসচার সদস্যবৃন্দ সড়ক নিরাপদ বিষয়ে গাড়ীচালক, যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার বিতরণ করে। এছাড়া মাইকে নিরাপদ সড়ক বিষয়ে বিভিন্ন সচেতনা মুলক তথ্য প্রচার করে।
এ সময় জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, ফরিদগঞ্জ থানার ওসির প্রতিনিধি এসআই আউয়াল, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ শাখার সভাপতি আবু সালেহ মো; বারাকাত উল্ল্যাহ পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, নিবার্হী সদস্য শাহ আলম শেখ, শামীম হাসান এবং মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।