শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:২১

মতলবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা আজ ৯ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খাঁন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল পাটোয়ারী, সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অবঃ নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক মুক্তার আহমেদ, সদস্য ও দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সদস্য ও রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির, সদস্য রিনা বণিক, সদস্য ও এনজিও কর্মী নাছিমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কর্মসূচী গ্রহণ করতে হবে। এছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, মতবিনিময় সভার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা পালন করতে হবে। জাতীয় ও আন্তজার্তিক দিবস সমূহে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে 'সততা সংঘ' কমিটি ও সততা স্টোরের কার্যক্রমের প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়