প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১
করোনা টেস্ট করাতে এসে হাসপাতালে অবঃ স্কুল শিক্ষকের মৃত্যু
করোনা টেস্ট করাতে এসে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাধা গোবিন্দ দত্ত (৭০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর সদর মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। মহামায়াতেই তার বাড়ি।
|আরো খবর
৯ সেপ্টম্বর বেলা বারোটার সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগে মারা যান। সরজমিনে এ তথ্য জানা গেছে। স্বজনরা জানান, কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ্যবোধ করায় তাকে করোনা টেস্ট করানোর জন্য সকালে হাসপাতালে আনা হয়। সেখানে চেয়ারে বসা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। দ্রুত জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরে হাসপাতালে করোনা ইউনিট থেকে মৃত শিক্ষকের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ দত্ত চার মেয়ে নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।