বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর ভূমি অফিস উদ্বোধনে দাওয়াত না দেওয়াতে আওয়ামী লীগের ক্ষোভ

ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর ভূমি অফিস উদ্বোধনে দাওয়াত না দেওয়াতে আওয়ামী লীগের ক্ষোভ
নূরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রতিনিধি

ভার্চুয়াল মাধ্যমে ফরিদগঞ্জে তিনটি ভূমি অফিস উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন।

সাহাবুদ্দিন সাবু নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার টাইমলাইনে পোস্ট করেছেন 'আওয়ামী লীগ সরকারের আমলে এই রকম অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কোনো প্রতিনিধি দেখলাম না। বর্তমান বাংলাদেশের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে নাই।' তার পোস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শতাধিক লাইক ও প্রায় অর্ধশত কমেন্ট করেছে নেতা-কর্মীরা। প্রতিটি কমেন্টে বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। এ রকম অসংখ্য পোস্ট রয়েছে ফেসবুকে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, 'এটা উপজেলা প্রশাসনের স্বেচ্ছাচারিতা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগেরও সভাপতি। তার অনুষ্ঠানের বিষয়ে আমরা কিছুই জানি না। এটা খুবই দুঃখজনক।'

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সায়েদ সরকার বলেন, 'আমি এই মাত্র জানলাম। আমরা কেউ অনুষ্ঠানের আমন্ত্রন পাইনি। বিষয়টি খুবই দুঃখজনক।'

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ক্ষোভ জানিয়ে বলেন, 'এ বিষয়ে আমি কিছুই জানিনা। শুধু এটাই নয়, উপজেলা প্রশাসন কোনো বিষয়েই আমাকে জানায় না। আজকের অনুষ্ঠানের কোনো আমন্ত্রণ পাইনি।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, 'আমাকে আজ সকালে জানানো হয়েছে কিন্তু ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় উপস্থিত থাকতে পারলাম না।'

উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি এ বিষয়ে বলেন, 'উনাদেরকে আমন্ত্রণের বিষয়ে আমাদেরকে উপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা শুধুমাত্র দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি।'

এ বিষয়ে সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, 'ভূমি অফিস আমাদের উদ্বোধন করার কথা নয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা, তিনি উদ্বোধন করেছেন। এখানে আওয়ামীলীগের কাজ নেই।'

উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর বুধবার ফরিদগঞ্জ পৌরসভা ভূমি অফিস, ১নং বালিথুবা পশ্চিম ও ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা প্রকৌশলী মো. আবরার আহম্মদ, উপজেলা কানুন গো আব্দুল্লাহ আল মাহমুদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো.কামরুজ্জামান ও সাবেক সভাপতি নূরুন্নবী নোমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়