প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:০৬
ভারসাম্যহীন নারীর আত্মহত্যা
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মিজি বাড়ি ( জুয়ার) বাড়িতে শাহনারা শানু (৪৫) ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছে।
|আরো খবর
জানা যায়, আজ বিকেলে ঘটনাটি ঘটেছে নিহতের নিজ ঘরে। বাড়ির ও আশপাশের লোকজন জানান, আত্মহনণকারী শাহনারা শানু দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন ছিল। পূর্বেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে শাহনারার বড় ভাই কাজল হোসেন বলেন, আমার বোন দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন ছিল।
নিহতের ভাসুর রফিকুল ইসলাম বলেন, শাহনারা আমার ছোট ভাইয়ের স্ত্রী। সে দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন ছিল। পুর্বে কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ মুনসুর খান বলেন, আমি যতোটুকু জানি, শাহনারা শানু দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন ছিল। আগেও সে আত্মহত্যার চেষ্টা করে।