প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৫
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যু ২
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা পজিটিভ রোগী দুইজন মারা গেছেন।
|আরো খবর
আজ ভোর ৫টা ১০ মিনিটে একজন এবং সকাল ৮টা ১০ মিনিটের সময় একজন মারা যান।
এরা হচ্ছে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোয়ালভাওর গ্রামের খোরশেদা বেগম (৬৫) ও চাঁদপুর শহরের পুরানবাজার মদিনা মসজিদ এলাকার নূরুল ইসলাম (৫৫)।
দুজনই ৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। আজকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এই তথ্য জানান।