প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০
ফ্রেন্ডস '৯৯ সামাজিক সংগঠনের সদস্যের পিতার মৃত্যু
মতলব দক্ষিণ উপজেলাধীন ফ্রেন্ডস '৯৯ সামাজিক সংগঠনের অন্যতম সদস্য ও মতলব বাজারের ব্যবসায়ী মুক্তার (আর্ট)-এর পিতা সোহরাব হোসেন (৮৫) ভোর ৫টায় লিভার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে................ রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
মরহুমের সোহরাব হোসেন মতলব পৌরসভাধীন ঢাকিরগাঁও গ্রামের বাসিন্দা। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত গোরস্থানে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ ঐ গোরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।