বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮

বাবা বিদেশ যাবার টাকা যোগান দিতে দেরি হওয়ায় আত্মহত্যা

পাপ্পু মাহমুদ
বাবা বিদেশ যাবার টাকা যোগান দিতে দেরি হওয়ায় আত্মহত্যা

বাবা বিদেশ যাবার টাকা যোগান দিতে বিলম্ব হওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিল যুবক ইমাম হোসেন (২৪)। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। কিন্তু চলে গেল না ফেরার দেশে। সে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের শহীদ উল্যাহর ছেলে।

গত ৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে সে আত্মহনন করে। পুলিশ আজ মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবরিক সূত্রে জানা যায়, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করা হয়েছে। বিদেশ যাওয়ার ব্যাপারে বাবার কাছে টাকা চেয়েছে। তার বাবা টাকার ব্যবস্থা করে দিবে বলেছে। বিলম্ব হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নেয়।

স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, ইমাম হোসেন গন্ধর্ব্যপুর নতুন বাড়ির বাসিন্দা। ৫ ভাই ১ বোনের মধ্যে সে ছোট। বিদেশ যাবার টাকা যোগান দিতে দেরি করায় অভিমান করে রাতে ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহালের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়