প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:২২
বাগাদীতে গণটিকা দান কার্যক্রমের ২য় ডোজ প্রদান শুরু
আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে মহামারী করোনার টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়।
|আরো খবর
ইউপি সচিব মহিবুল আহসানের পরিচালনায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাফেজ মোঃ হাছান খান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হিরু, চাঁদপুর মডেল থানা পুলিশ, করোনা ভাইরাস তদারকি কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ-সংগঠনের নেতা কর্মী ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিন ইউনিয়নের ৭,৮ও ৯ নং ওয়ার্ডে দ্বিতীয় ধাপে ৬শত ৪০ জনকে এ টিকা দেওয়া হচ্ছে।