প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৭
চাঁদপুরে মেঘনার জোয়ারে পানি বৃদ্ধি, ডুবেছে নিম্মাঞ্চল (ভিডিও দেখুন)
চাঁদপুরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের ফসলের মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। এছাড়া শহরের অনেক রাস্তায় জোয়ারের পানি উঠতে দেখা গেছে।
|আরো খবর
৬ সেপ্টেম্বর সোমবার বৈকালীন জোয়ারে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উপজেলার চরাঞ্চলসহ নিচু এলাকা ডুবে যায়। এর আগে এমন পানি বাড়েনি বলে জানান, শহরের পুরান বাজার ভূঁঞারঘাট ও ১নং খেয়া ঘাটের মাঝি মাল্লারা।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফখরুল জানান, জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলেও ভাটায় নেমে যাচ্ছে। আল্লাহর রহমতে শহর রক্ষা বাঁধ ভালো আছে বলে জানান তিনি।
এদিকে পুরানবাজার মদিনা মসজিদ ট্রলার ঘাট সূত্রে জানা যায়, সোমবার সকাল দশ টার দিকে পুরাণবাজার মদিনা মসজিদ সংলগ্ন ট্রলার ঘাটের কাছে ঘূর্ণিস্রোতের কবলে পড়ে একটি বাঁশ বোঝাই ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৫ জন আরোহী নদীতে ঝাঁপিয়ে পড়লে আশেপাশের ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে।