বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২

বাবুরহাট অভয় বাবুর দিঘী থেকে দশআনী দিঘির পারে শুরু হচ্ছে গাইডওয়াল ও রাস্তার কাজ (ভিডিও দেখুন)

হাছান খান মিসু

চাঁদপুর সদর উপজেলার পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট দাসদী অভয় বাবুর দিঘীর পাড় থেকে দশআনী দিঘীর পাড় পর্যন্ত সহসাই শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত গাইডওয়াল ও রাস্তার কাজ।

গত ৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় চাঁদপুর পৌরসভা কার্যালয়ে চাঁদপুর ৩ সংসদীয় আসনের এমপি মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে মেয়র ও কাউন্সিলর মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আশ্বস্ত করে এ তথ্য জানান। তিনি জানান চলমান অর্থবছরে তাঁর উন্নয়নকাজের অংশে প্রথম তালিকায় দাসদী অভয় বাবুর দিঘির পার হতে দশআনী দিঘীরপাড়ের গাইডওয়াল ও রাস্তা নির্মাণের উন্নয়ন প্রকল্পটি রয়েছে।

এ বিষয়ে পৌর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি জানায়, মাননীয় শিক্ষামন্ত্রী সাথে চাঁদপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলদের মত বিনিময় অনুষ্ঠানে পৌর ১৪নং ওয়ার্ডে দাসদী অভয় বাবুর দীঘী থেকে দশআনী দিঘীরপাড়ের রাস্তা ও গাইড ওয়ালসহ ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাবনা করি। তারই প্রেক্ষিতে মাননীয় শিক্ষা মন্ত্রী পৌর মেয়র ও আমাকে আশ্বস্ত করে বলেন, বর্তমান অর্থ বছরে উন্নয়ন কাজের অংশহিসেবে এ প্রকল্পটি প্রথম তালিকায় রয়েছে এবং বাকি সকল উন্নয়নমূলক কর্মকান্ডগুলোও পর্যাক্রমে করা হবে।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা ১৪নং ওয়ার্ডের বাবুরহাট অভয় বাবুর দিঘীরপাড় ও দশআনী দিঘীরপাড়ের রাস্তাটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে রয়েছে।

মাননীয় শিক্ষামন্ত্রী নির্বাচনী ইশতেহার ও পৌর মেয়র ও কাউন্সিলরের নির্বাচনী ইশতেহারে এ রাস্তাটি সংস্কারসহ রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। তারই অংশ হিসেবে সহসাই এ রাস্তাটির উন্নয়ন মূলক কাজ শুরু হবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়