প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন
সভাপতি মিটু সম্পাদক শাহআলম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু সভাপতি ও সাধারণ সম্পাদক শাহ আলম শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আনুষ্ঠানিক ভাবে ৬১ সদস্য বিশিস্ট নতুন কমিটির ঘোষনা করা হবে বলে জানান হয়।
|আরো খবর
শনিবার ( ৪ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমাÐ কাউন্সিলের আহŸায়ক আবু নাছের বাচ্চু। সংগঠনের ফরিদগঞ্জ শাখার আহŸায়ক মশিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য সাইফুল ইসলাম সেন্টু, ফয়হাদ হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর জেলা সংসদের যুগ্মআহŸায়ক জহিরুল ইসলাম চৌধুরী, যুগ্মসদস্য সচিব সজিব রেবেকা সুলতাানা মুন্না, সদস্য মঞ্জুর মোরশেদ আহমেদ, জহিরুল ইসলাম নয়ন। এছাড়া অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও মুক্তিযোদ্ধার সন্তান মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাÐার সহিদ উল্ল্যা তপাদার প্রমুখ। আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষনা দেন।