প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৬
মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মিজির কবর জেয়ারত করলেন শিক্ষামন্ত্রী
চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মিজির কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টায় মৈশাদী গ্রামস্থ মরহুমের নিজ বাড়িতে উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন ও মরহুমের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় তিনি মরহুমের সাবেক স্ত্রী চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহনাজ রহমানের ও তার পরিবারের সাথে সাক্ষাত করেন ও কুশলাদি বিনিময় করেন। এসময় শিক্ষামন্ত্রীর সাথে চাঁদপুর সদর উপজেলার ইউএনও সহ চাঁদপুর জেলা উপজেলা আওয়মীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।