প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩
জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মতবিনিময়
চাঁদপুর জেলার সরকারি কর্মকর্তাদের সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির মতবিনিময় সভা আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। সভার শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সভার সঞ্চালক করোনাকালে চাঁদপুরে মানুষের চিকিৎসা সেবায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁর অসামান্য অবদানে যে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে, তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: গত বছর করোনাের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করা, চাঁদপুরে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব স্থাপন, আবুল খায়ের গ্রুপের তত্ত্বাবধানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বড় পরিসরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং রিফিলের ব্যবস্থা করার ভূমিকা রাখা, লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন, দ্রুততার সাথে চাঁদপুরে করোনার ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা, জেনারেল হাসপাতালে চিকিৎসার কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক তা সমাধান করে দেয়া এবং চাঁদপুরে করোনা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখা। সভায় আরটি পিসির ল্যাব স্থাপন এবং জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থাসহ আরো নানা ক্ষেত্রে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হওয়ায় ভাষাবীর এমএ ওয়াদুদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ নাছিম আখতার, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), সিভিল সার্জন ও আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সভায় স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা বিভাগসহ অন্যান্য বিভাগের কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি কিছু কিছু সমস্যার বিষয়ে তাৎক্ষণিক সমাধানের পরামর্শ দেন।