রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের দেখা নেই

উজ্জ্বল হোসাইন
ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের দেখা নেই

এখন চলছে ইলিশের ভরা মৌসুম। দেশের মাছের বাজারে আশানুরূপ ইলিশ নেই। ইলিশের এই ভরা মৌসুমে চাঁদপুর মাছঘাট প্রায় ইলিশ শূন্য। এই মাছের রাজাকে ব্যাগে তুলতে গিয়ে সাধারণ ক্রেতারা নাগাল পাচ্ছেন না। ইলিশের আকালের কারণে সাধারণ ক্রেতারা তা কিনতে পারছে না। বিপনীবাগ, পালবাজারসহ অন্যসব বাজারে গিয়ে দেখা যায়, আকাশচুম্বী দাম হওয়ায় ইলিশের পরিবর্তে অন্য মাছ কিনেই ফিরতে হচ্ছে ক্রেতাদের।

শুক্রবার ৩ সেপ্টেম্বর চাঁদপুর মাছঘাটসহ বিভিন্ন মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। অধিকাংশ ক্রেতারাই ইলিশের দাম শোনার পর আগ্রহ হারিয়ে ফেলছেন ইলিশ কিনতে। কেউ কেউ দুই-একটা কিনছেন।

সরেজমিনে চাঁদপুর মাছঘাটে দেখা যায়, বেশিরভাগ ইলিশ বরফ দিয়ে ঢাকা। এর অন্যতম কারণ হলো স্থানীয় নদ-নদীতে একেবারেই ইলিশ শূন্য। অধিকাংশ ক্রেতারাই দাম শোনার পর আর ইলিশ-মুখী হচ্ছেন না। বিক্রেতাদের চাওয়া দামের চেয়ে কম দাম বলে অন্য দোকানে ঢুঁ মারছেন।

অবশ্য কেউ কেউ বেশি দাম দিয়েই ইলিশ কিনে বাড়ি ফিরছেন। বেসরকারি চাকরিজীবী কবির আহমেদ দুই-তিন দোকান যাচাই-বাছাই করে এক দোকান থেকে ইলিশ কিনে বাড়ি যাচ্ছিলেন। চাঁদপুর কণ্ঠের সাথে আলাপকালে এক ইলিশ ক্রেতা জানান, প্রতি বছরই ইলিশ মাছ কেনা হয় তার। গত বছর এই সময়ে ইলিশের দাম বেশ কম ছিল। এবার শুরু থেকেই ইলিশের দাম অনেক বেশি। বছরের এই সময়ে ইলিশের দাম কম থাকে বলে অনেকেই স্বাদের মাছটি কিনতে পারেন। কিন্তু এবার নাগাল পাওয়া বেশ মুশকিল হয়ে পড়েছে।

বাজারগুলো ঘুরে দেখা যায়, এক কেজির নিচের ওজনের ইলিশের দাম ৬০০ থেকে শুরু করে এক হাজার টাকা, এক কেজি ওজনের ইলিশের দাম ১০০০-১২০০ টাকা। মূলত ইলিশের সরবরাহ কম থাকায়, তাই দাম একটু বেশি।

সরেজমিনে দেখা যায়, আকার ভেদে (৪০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজির ওপরে) বিভিন্ন দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এক কেজির নিচের ওজনের ইলিশ ৬০০ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। আর কেজির ওপরের ওজনের ইলিশের দাম ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়