বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

মতলবে ২৫ লাখ টাকা অবৈধ জাগ, মশারী জাল ও চায়না রিং চাই পুড়িয়ে বিনষ্ট

মাহবুব আলম লাভলু
মতলবে ২৫ লাখ টাকা অবৈধ জাগ, মশারী জাল ও চায়না রিং চাই পুড়িয়ে বিনষ্ট

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১-এর ৬ষ্ঠ দিনের কর্মসূচীর অংশহিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ধনাগোদা নদীর নন্দলালপুর অংশে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকার অবৈধ জাগ, মশারী জাল ও চায়না রিং চাই জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়, উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর অংশে অভিযানে ১০ টি অবৈধ জাগ ভেঙে দেয়া হয় (যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা), ৩০০০ মিটার মশারি জাল (যার আনুমানিক মূল্য ১লাখ ৮০ হাজার টাকা )ও ৪০ টি চায়না রিং চাই ( আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা) জব্দ করে। জব্দকৃত অবৈধ জাগ, মশারী জাল ও চায়না রিং চাই জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়া আটক করা যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, ফিল্ড এসিস্ট্যান্ট মো: রিয়াজ রহমান ও বেলতলী নৌ পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ। উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান বলেন, সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিররুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অবৈধ জিনিস মাছ ধরার কাজে ব্যবহার করা যাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়