বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৯

মুন্সীরহাটে সিএনজি-অটোরিকশা-মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪

গোলাম মোস্তফা
মুন্সীরহাটে সিএনজি-অটোরিকশা-মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪

মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট গাবতলী এলাকায় সিএনজি, অটোরিকশা ও মোটরবাইকের এিমুখী সংঘর্ষে ৩ মোটরবাইক আরোহী ও অটো রিকশাচালকসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩ যুবক যথাক্রমে নাফি (২০) পিতা- মহসীন সাং কলাদী, মতলব দক্ষিণ; আরিফুর রহমান (২২), পিতা শাহআলম সাং হলুদিয়া, মতলব উত্তর এবং মেহেদী হাসান (২২) পিতা মনির হোসেন, সাং মতলব বাজার, মতলব দক্ষিণ উপজেলা ব্যক্তিগত কাজে চাঁদপুর এসেছিল। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মুন্সীরহাট গাবতলী এলাকা পার হওয়ার সময় মতলবগামী একটি সিএনজি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে মোটরবাইককে সজোড়ে ধাক্কা দিলে মটর বাইকসহ ৩ আরোহী রাস্তার পাশে পড়ে যায়। একই সময়ে সিএনজি অপরদিক থেকে আসা অটোরিকশাটিকে মুখোমুখি আঘাত করে।

ঘটনাস্থলে ৩ মোটরবাইক আরোহী ও অটোরিকশা চালক রুহুল আমিন (৩৫) পিতা- কলন্দর, সাং জামতলা, চাঁদপুর মারাত্মক আহত হয়।

আহতদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে পাশে তালুকদার বাড়ির বাসিন্দা মতলব রয়মন্নেছা কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্রী হাছনা হেনা আহত ৪ জনকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে অটোরিকশা চালক রুহুল আমিনের অবস্থা আশংকাজনক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সকলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়