মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৭

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উদ্যোগে দোয়ানুষ্ঠান

অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উদ্যোগে দোয়ানুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট কালরাত্রিতে সকল শহীদ ও ২৮ আগস্ট ভাষাবীর এমএ ওয়াদুদের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উগ্যোগে মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ আগস্ট বাদ এশা শিক্ষামন্ত্রীর চাঁদপুর শহরস্থ বাসায় এ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দোয়ানুষ্ঠানে সম্প্রতি চাঁদপুরের যেসব আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ইন্তেকাল করেছেন তাঁদেরও রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া নেতৃবৃন্দ যাঁরা অসুস্থ অবস্থায় আছেন তাঁদের সুস্থতার জন্যও দোয়া করা হয়।

এ দোয়ানুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মাওঃ মুফতি মাহবুবুর রহমান। এ দোয়ানুষ্ঠান উপলক্ষে কোরআন খতম করা হয়।

দোয়ানুষ্ঠানে মহামারী করোনায় যাঁরা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত এবং যাঁরা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ দোয়ানুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়