প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭
করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন
করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে আজ বুধবার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় মোঃ তাজুল ইসলাম এমপি।
সিনিয়র সচিব স্থানীয় সরকার বিভাগ হেলালুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচিতে বাগাদী ইউনিয়ন ও অংশ গ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এ সময় ইউপি সচিব, ইউপি সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।