রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৩ মে ২০২৪, ১৯:৪৭

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এখনো বৃষ্টির দেখা নেই

চাঁদপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক
চাঁদপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

চাঁদপুরে গত দুইদিন বৃষ্টি হবার কোন ভাব দেখা যায়নি।শুক্রবারও চাঁদপুরের দাবদাহ আগের মতই অব্যাহত ছিলো।

তীব্র গরমে অস্থিরতার কমতি ছিলো না মানুষের । ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং এ আরো অসহনীয় পর্যায় ছিলো জনজীবন।

রাজধানী ঢাকা,সিলেট, চট্টগ্রাম, ফেনী ও রাঙ্গামাটি ও কুমিল্লায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। চাঁদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিলেও এখনো আসেনি পথ চেয়ে থাকা কাঙ্ক্ষিত বৃষ্টি।ছুটির দিন থাকায় প্রচন্ড গরমে একটু প্রকৃতির একটু শীতল বাতাসের প্রশান্তি পেতে পরিবার-পরিজনকে নিয়ে অনেকেই ঘুরে বেড়িয়েছেন শহরের বড় স্টেশন মোলহেড এলাকা।

শুক্রবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮. ৮ ডিগ্রি সেলসিয়াস। চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্য জানানো হয়।

এদিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতোই থাকবে। অর্থাৎ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এ কারণে চাঁদপুর সহ দেশের ২৫ জেলায় মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ শনিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিলেট ও চট্রগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।অন্যদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাবদাহ বয়ে যাচ্ছে।চাঁদপুর জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাবদাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া দপ্তর আরো জানায়,

বিগত কয়েকদিনের যে প্রচণ্ড দাবদাহ ছিল, তা কিছুটা কমে আসবে । ৫ মে সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে জলীয়বাষ্পের কারণে অস্বস্তি ভাবটা থেকে যাবে। তারপরও সহনশীলতায় চলে আসবে। তবে ৫ থেকে ৬ দিনের বৃষ্টিপাতের পর দেশের তাপমাত্রা আবার বাড়তির দিকে যাবে বলে জানান আবহাওয়াবিদরা।

তারা বলেন,মে মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটি ১৬ থেকে ৩১ মে এর মধ্যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়