শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৮:৩০

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিদায় ও বরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিদায় ও বরণ

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। ৩১ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বদলিজনিত বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব-উল-করিমের কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক কক্ষে সংক্ষিপ্ত পরিসরে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক-নার্স ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী তত্ত্বাবধায়কে ফুলের শুভেচ্ছা এবং উপহার প্রদান করা হয়। একইসাথে নবনিযুক্ত তত্ত্বাবধায়ককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ সাধারণ সম্পাদক ও হাসপাতালের আরএসও ডাঃ মাহমুদুন্নবী মাসুম আরএমও এবং করোনার ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ও সিনিয়র কনসালটেন্ট ডাঃ সালেহ আহমেদ।

মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরিদ আহমেদ চৌধুরীর অনুষ্ঠান পরিচালনায় হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড মাস্টার মনির ও সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার। এ সময় ডাক্তার, নার্স ও সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হাবিব-উল-করিম তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ উনিশ মাস যাবৎ আমি এই হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব নেওয়ার দু'এক মাস পরেই করোনার দুর্যোগ শুরু হয়। এর মধ্যে শুরুর দিকে আমি চরম ভাবে অসুস্থ হয়ে পড়ি। ওই সময়ে আপনাদের যে সহযোগিতা পেয়েছি, তা আমার জীবনে ভুলবো না। কারণ করোনার ওই সময়টাতে সন্তান তার অসুস্থ্য পিতামাতাকে ফেলে চলে যাবার ঘটনাও ঘটেছে। ঠিক ওই মুহূর্তে আপনারা আমার পাশে ছিলেন।

তিনি আরো বলেন, করোনার দুর্যোগে আমরা সবাই মিলে কাজ করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি। সবমিলিয়ে সার্বিকভাবে আমি চাঁদপুরে সুবর্ণ সময় পার করেছি। দায়িত্ব পালনকালে আমার যত ভুল ভ্রান্তি এবং অসুন্দর দিকগুলো আপনারা ক্ষমা করে দিবেন। নবাগত তত্ত্বাবধায়ক একজন ভালো এবং কর্মদক্ষ মানুষ। আমি তার জন্য শুভকামনা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, চাঁদপুরবাসীর সেবা করবেন।

নবনিযুক্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী তত্ত্বাবধায়ক হাবিব-উল-করিম অত্যন্ত ভালো এবং শান্তশিষ্ট ও কর্মদক্ষ মানুষ ছিলেন। স্যারের সাথে আমার অনেক আগেই পরিচিত ছিল। আমরা একসাথে চাঁদপুরে একটি ক্রান্তিকাল পার করেছি। সবশেষ গত জুলাই এবং আগস্ট মাস ছিল আমাদের ও চাঁদপুরবাসীর জন্য ভয়াবহ ক্রান্তিকাল। আমরা সম্মিলিতভাবে করোনার এই দুর্যোগে মানুষের চিকিৎসা সেবায় এক সঙ্গে কাজ করেছি। তিনি বর্তমানে পদোন্নতি পেয়ে আরো অনেক বড় জায়গায় যাচ্ছেন। স্যারের জন্য আমার শুভকামনা রইল।

ডাঃ সাখাওয়াত উল্লাহ আরো বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জনবল সংকট রয়েছে। এরমধ্য দিয়ে আমরা কাজ করব, চাঁদপুরবাসীকে সর্বোচ্চ সেবা দিবো। আমি যতদিন এ দায়িত্বে আছি, আপনাদের সহযোগি হিসেবে কাজ করবো।

তিনি বলেন,আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে কাজ করলে অরো ভালো কিছু করতে পরবো। কাজ করতে গিয়ে যদি কোন সমস্যা থাকে তাহলে সেটি আমরা নিজেরা বসে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। চাঁদপুরের গণমাধ্যম সবসময় আমাদের পাশে ছিল। তারা আমাদের সহযোগিতা করেছেন। আগামীতে তারা আমাদের সহযোগিতা করবেন। কোন ভুলত্রুটি হলে তারা আগে আমাদেরকে জানাবেন সে আশা করছি। আমরা সবাই মিলে চাঁদপুরবাসীর সেবায় কাজ করব।

উল্লেখ্য, ডাঃ হাবিব উল করিমকে নোয়াখালী ম্যাটস এর অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। আগামী সপ্তাহে নতুন কর্মস্থলে যোগ দিবেন বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়