রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৪:২০

পুরানবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাতিথি পালন

সকল ধর্মের মানুষের অধিকার প্রতিস্ঠায় জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন : সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার
সকল ধর্মের মানুষের অধিকার প্রতিস্ঠায় জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন : সুজিত রায় নন্দী

পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাতিথি উপলক্ষে চাঁদপুর পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্মে পুরানবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদ দুই দিনব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন।

৩০আগস্ট সোমবার প্রথমদিন সকালে নগর কীর্ত্তন, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরন, সন্ধ্যায় করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভাগবত গীতার শ্লোক আবৃত্তি, মহিলাদের শঙ্খ ও উলুধ্বনি এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

সন্ধ্যাকালীন সময় অনু্স্টানের উদ্বোধনী পর্বে ভার্চুয়াল বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী। তিনি পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাতিথি জন্মাষ্টমী উৎসবে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে স্বীয় মায়াবলে অবতীর্ণ হন। তিনি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার মধ্যে দিয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করেন।

তিনি বলেন, পৃথিবীতে যুগে যুগে সকল ধর্মে মহাপুরুষের আগমন ঘটেছে, সকলের মূল লক্ষ্যই ছিল শান্তি স্থাপন করা। মানুষের কল্যাণ করা। কিন্তু আজ অনেক ক্ষেত্রে তা' ব্যাহত হচ্ছে। আমরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছি, সৃষ্টি করছি অনাচার অবিচারের। তা' থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ধর্মের প্রকৃত অর্থ আমাদেরকে পালন করতে হবে। সনাতন ধর্ম শান্তির ধর্ম। এই শান্তি পরিহার করে আমরা যদি অন্যের ক্ষতির চিন্তা করি, তাহলে আমাদের মাঝে অশান্তি নেমে আসবে।

তিনি আরো বলেন, আজ কেউ কেউ ধর্মের নামে দেশে অরাজকতার সৃস্টি করছে। সাম্প্রদায়িক উস্কানীর মধ্যে দিয়ে মানুষের ক্ষতি সাধন করছে, উগ্র সন্ত্রাষী জঙ্গী কার্যক্রমের মধ্যে দিয়ে দেশের শান্তি বিনাস করছেন, যা কারোই কাম্য হতে পারে না। মুজিবুরের বাংলায় কোন সন্ত্রাস, জঙ্গীবাদের স্থান নাই। তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের অবশ্যই বিনাশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। কেউ ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে পার পাবেন না। তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

পুরানবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদ নবগঠিত কমিটির সভাপতি মিঠুন বনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব সাহা অমিতের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, সংগঠনের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, বর্তমান সহ-সভাপতি প্রণব সাহা নন্দু, মানিক সাহা প্রমুখ।

প্রতিযোগীতা পর্ব শেষে শ্রীকৃষ্ণের পূজা ও অভিষেক অনুষ্টিত হয়। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়