প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ২৩:৫১
ইসলামপুর গাছতলায় অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামের খান বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
|আরো খবর
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ৩ টি বসতঘর পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে পুরো বাড়ি।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার রাত প্রায় সাড়ে ৮ টায়।জানা যায়, মোফাজ্জল হোসেন খানের রান্না ঘর হতে অগ্নিকান্ডের সুএপাত হয়।এতে মুহুর্তের মধ্যে ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলোঃ মোফাজ্জল হোসেন খান, আঃরহিম খান ও জামাল খান।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকান্ডে তাদের ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এবং তাদের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এব্যাপারে ইউপি সদস্য মোঃ জাকির খান বলেন, অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ৩ টি পরিবারের ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা না আসলে পুরো বাড়ির বসতঘর পুড়ে যেতো। আল্লাহ রক্ষা করেছেন।