প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ২৩:৩৪
চাঁদপুর সদর মডেল থানায় কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা
করোনাকালীন সময়ে টহল সদস্যদের কার্যক্রম ছিলো প্রশংসিতঃ ওসি মুহাম্মদ আবদুর রশিদ
চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ অফিসার ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ আগস্ট সোমবার সন্ধ্যায় মডেল থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। তিনি বলেন, করোনাকালীন সময়ে টহল সদস্যদের কার্যক্রম ছিলো প্রশংসিত । চাঁদপুরের কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের নেতৃত্বে কমিউনিটি পুলিশের সার্বিক কার্যক্রম সারাদেশের জন্যে মডেল।
|আরো খবর
তিনি আরো বলেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা প্রতি মহল্লায় সভা করবো। মাদক ও কিশোর গ্যাং নিয়ে আমরা সকলকে নিয়ে সোচ্চার হবো।
পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপ্রধানে বক্তব্য রাখেন সদর মডেল থানার কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর কেএম সোহেল রানা, জেলা কমিটির সভাপতি ও অঞ্চল-৩-এর সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও অঞ্চল-৩-এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, অঞ্চল-১২-এর ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, অঞ্চল-৪-এর সভাপতি কাজী হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, অঞ্চল-৫-এর মাহবুবুর রহমান, অঞ্চল-৮-এর মোঃ নকিব চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, অঞ্চল-৯-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, অঞ্চল-৭-এর সভাপতি শাহআলম মল্লিক ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল-১৪-এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চন্দন দে, অঞ্চল-১১-এর সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, পৌর কমিটির কোষাধ্যক্ষ খোরশেদ আলম পাটওয়ারী প্রমুখ।
পৌর কমিটির সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে করোনা মহামারিতে পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মৃত্যুবরণ করায় মাগফেরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুর রহমান গাজী।