মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ২০:৫১

শ্রীমদ্ভগবদগীতা ও শ্রী শ্রী গীতামৃত গ্রন্থের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
শ্রীমদ্ভগবদগীতা ও শ্রী শ্রী গীতামৃত গ্রন্থের মোড়ক উন্মোচন

হাজীগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিতে পার্থসারথি স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রতন দুলাল দেবনাথের সংকলন ও গ্রন্থনায় উচ্চারণবিধি, সারমর্ম, মূল শ্লোক, পদচ্ছেদ, শব্দার্থ ও অনুবাদ সম্বলিত ‘শ্রীমদ্ভগবদগীতা ও শ্রী শ্রী গীতামৃত’ গ্রন্থটির মোড়ক উন্মেচন করা হয়েছে।

৩০ আগস্ট সোমবার হাজীগঞ্জ দক্ষিণ বাজারের পার্থসারথি উপাসনালয়ে গ্রন্থটির প্রকাশনা উৎসব করে এ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয় (সিপিটিউ) ও সাবেক ডিজি অমূল্য কুমার দেবনাথের ছেলে পার্থসারথির স্মরণে প্রতিষ্ঠিত পার্থসারথি স্মৃতি বিদ্যাপীঠ ও শুদ্ধ ভগবদভক্তি প্রচার সংঘের সভাপতি বীরেন্দ্র চন্দ্র মজুমদারের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিটি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস।

তিনি বলেন, সনাতনীদের ভবিষ্যৎ ভাবনা থেকে রতন দুলাল দেবনাথ মহোদয় শ্রীমদ্ভগবদগীতা ও শ্রী শ্রী গীতামৃত গ্রন্থটি সংকলন করায় তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, সনাতনীদের ধর্মীয় শিক্ষার্জনে অবদান রাখতে এই গ্রন্থটি দারুণ ভূমিকা রাখবে। আমি এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের যুগ্ম সচিব ড. শ্যামা প্রসাদ বেপারী, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ও পিএইচডি রিসার্স ফেলো জাতীয় পরামর্শক মন্মথ নাথ সরকার, বন মন্ত্রণালয় উপ-প্রধান বন সংরক্ষক কর্মকর্তা ড. তপন কুমার দে, পুরাণবাজার হরিসভাস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী এবং স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী এনএএসপি পরিচালক (প্রাক্তন) ডাঃ প্রদীপ কুমার দত্ত। এর আগে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব জন্মতিথি পালন ও গ্রন্থটির প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচনকে আনন্দঘন করতে পার্থসারথি স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল থেকে দুপুর পর্যন্ত পার্থসারথি উপাসনালয়ে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, আবহনী সংগীত, গীতা পাঠ, নৃত্যসহ অন্যান্য ভজনকীর্ত্তণ করা হয়েছে। বৈদিক এসব নৃত্য পরিবেশন করেন দীপান্বিতা দেবনাথ ও দিপ্তী দেবনাথ জুটি এবং পূজা রাণী কর্মকার ও শ্রেয়া পাল জুটি।

এদিকে পার্থসারথী বিদ্যাপীঠের শিক্ষক তুলসী রাণী পাল এবং রমেশ চন্দ্র রবি দাসের যৌথ সঞ্চালনায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন পার্থসারথী বিদ্যাপীঠের দপ্তর সম্পাদক গৌরপদ সাহা, সদস্য মনোরঞ্জন দেবনাথ ও পূজারী গীতা রাণী মজুমদার।

অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত পার্থসারথী বিদ্যাপীঠের শিক্ষার্থীসহ ২শ’ সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়