রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৯:৪২

জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার বহুতল শিক্ষা ভবনের ছাদ ঢালাই শুরু

স্টাফ রিপোর্টার
জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার বহুতল শিক্ষা ভবনের ছাদ ঢালাই শুরু

জামিয়া আরাবিয়াহ কাসিমুল উলুম জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার ‘দার আলী ইবনে আবি তালিব’ নামে একটি বহুতল শিক্ষা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ৩০ আগস্ট সোমবার সকাল ১১টায় মাদ্রাসা কমপ্লেক্সের ভেতর নতুন এই বহুতল ভবনের ছাদ ঢালাই উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং মাদ্রাসার দীর্ঘ ৩০ বছরের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এই মাদ্রাসার কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান এবং পরিচালনা কমিটির সদস্য দৈনিক চাঁদপুর জমিন ও দৈনিক অনুপমার সম্পাদক ও প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন। অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক আলম পলাশসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছাদ ঢালাই অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এই মাদ্রাসার মোহতামিম মাওলানা খাজা আহম্মদ।

উল্লেখ্য, এই মাদরাসার নবনির্মিত এই ভবনের ব্যয় ধরা হয় ২ কোটি ৫০ লাখ টাকা। এতে স্থানীয়দের সহযোগিতায় প্রথম তলার ছাদ ঢালাই শুরু হলেও তা দিয়ে পুরো কাজ শেষ করা সম্ভব নয়। এজন্যে পরবর্তীতে এই পূর্ণাঙ্গ কাজ শেষ করতে আরও অর্থের প্রয়োজন হবে বলে সবার সহযোগিতা চেয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং মাদ্রাসার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়