বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:৫৪

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্বোধন

মৎস্যচাষে অবদান রাখায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

স্টাফ রিপোর্টার
মৎস্যচাষে অবদান রাখায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

২৯ আগস্ট রোববার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মৎস্যচাষে অবদান রাখায় চার ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সরওয়ার।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে

চাঁদপুর সদর উপজেলার সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম সাদিক হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মৎস্য উদ্যোক্তা সামিয়া রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যো অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উদ্দিন সরওয়ার বলেন, আমিষের চাহিদা পূরণেও মৎস্য চাষিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে সারাবিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এটি হয়েছে সকলের সমন্বিত প্রচেষ্টায়।

তিনি বলেন, মৎচাষে উদ্যোগতা সৃষ্টিতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তাগণ নিজের দক্ষতার মাধ্যমে কর্মসৃজন করবে। সে ক্ষেত্রে আরো কিছু পরিবার সচ্চল হবে। সরকারের পাশাপাশি বেসরকারি অংশীদারিত্ব প্রয়োজন। সরকারের একার পক্ষে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়া সম্ভব নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়