প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১৭:৩৩
কচুয়ায় হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চাঁদপুরের কচুয়ায় গরীব ও হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।রবিবার বিকেলে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে কচুয়া ডাকবাংলো মিলনআয়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য মোঃ জোবায়ের হোসেনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিল মোঃ আবুল খায়ের রুমির পরিচালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর কাউন্সিল কামাল হোসেন অন্তর,আওয়ামী লীগ নেতা কাজী জহিরুল ইসলাম টগর, আলমগীর হোসেন,লিটন মুন্সি,মোঃ সেলিম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪০জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।