প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১৭:১২
অসুস্থ শাহজাহান চোকদারের পাশে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ
৭০ দশকের তুখোড় ছাত্রনেতা ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অসুস্থ মোঃ শাহজাহান চোকদারের চিকিৎসার্থে অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ। ২৯ আগষ্ট রোববার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত দাশ বরনের সভাকক্ষে অসুস্থ শাহজাহান চোকদারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাশ।
|আরো খবর
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও রহিম বাদশা।।
এছাড়া উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ ইফতেখার উদ্দিন খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, যুগ্ম-সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সেলিনা পারভীন, অর্থ সম্পাদক ও ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার, উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের এই উদ্যোগের প্রশংসা এবং কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সহায়তা প্রাপ্ত পরিবার।
কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগের বিষয়ে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, চাঁদপুর সরকারি কলেজ পরিবার মানবতার সেবায় সব সময় আছে এবং থাকবে। আর অসুস্থ শাহজাহান চোকদার ছিলেন একজন মেধাবী ছাত্রনেতা, এই কলেজ ছাএ সংসদের নেতৃত্ব দিয়েছেন। অতএব শাহজাহান ভাইয়ের পাশে আমরা আছি এবং থাকবো। এজন্য শিক্ষক পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। চাঁদপুর সরকারি কলেজ, এক সময়ের সাহসী সন্তানকে ভুলে যায় নি, যাবে না।