শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ২৩:৫৯

রোজায় জমজমাট ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক
রোজায় জমজমাট ইফতার আয়োজন

বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। অন্যান্য বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকে শুক্রবার চতুর্থ দিন চাঁদপুর শহরে দেখা গেলো অধিকাংশ হোটেল রেস্তোরাঁ, মিষ্টির দোকানসহ ফুটপাতের দোকান গুলোতে ইফতার তৈরি ও বিক্রির ব্যস্ততা।

শহরের স্ট্যান্ডরোডের আজিজিয়া,রেলওয়ে কোর্টস্টেশনের চাঁদপুর হোটেল,ক্যাফে জামান,আলহেলাল,ঢাকা হোটেল,মুক্তিযোদ্ধা সড়কের ক্যাফে কর্ণার,নতুন বাজারের নিউ ক্যাফে ঝিল,স্টেডিয়াম ইলিশ চত্বরের আবরার,ক্যাফে ঝিল,পুরানবাজার লোহারপুল খায়ের মুন্সির হোটেল,রয়েজ রোড পলাশের মোড় শাহেন শা, পলাশ মান্নান, মসজিদপট্টির তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্ট,মাষ্টার হোস্টল,হাসনু ও খায়েরের ইফতার আয়োজন মানেই আলাদা এক উন্মাদনা, হরেক রকমের স্বাদ। প্রতিবছরই পবিত্র রমজান মাসে শহরের পরিচিত এসব দোকানে এবং পাড়া মহল্লার বিভিন্ন জায়গায় দেখা যায় সহবাসীর চাহিদা অনুযায়ী বাহারি ইফতারের আয়োজন।

প্রতিবারের মতো এ বছরও রয়েছে এমন আয়োজন। এবারে ইফতারের দাম একটু বেশি হলেও ক্রেতাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে বেচা-বিক্রি ভালো চলছে। বিক্রেতাদের দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতার সামগ্রীর দাম কিছুটা বেশি।

জোহরের নামাজের পর থেকে বেলা যত গড়িয়েছে ততই জমজমাট হয়ে উঠছে চাঁদপুর শহরসহ অন্যান্য উপজেলা শহরে এবং গ্রামের হাটবাজারের ইফতারের বাজার। মঙ্গলবার রমজানের প্রথম দিন থেকেই ইফতার বিক্রির দোকানগুলোতে ক্রেতাদের পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার(১৫ মার্চ) দুপুরের পর শহরের ইফতার বাজার ঘুরে দেখা যায়, প্রচলিত ইফতারির পাশাপাশি নানা স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন হোটেল রেস্তোরা, মিষ্টির দোকানের ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে এমন কি পাড়া মহল্লার ভাজাপুরীর দোকানগুলোতেও চিত্র একইরকম।

হোটেল রেস্তোরাঁ দোকানের সামনে ইফতারি বিক্রির সারি সারি পসরা বসানো হয়েছে। তাতে শোভা পাচ্ছে তত দান করুন হরেক রকমের রোস্ট কাবাব, কোফতা, শরবত, পরোটা, তন্দুরি, পেঁয়াজু, বেগুনি, হালুয়ার মতো মুখরোচক নানা পদের উপাদেয় খাবারের সম্ভারে। লোভনীয় বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে দোকানিরা হাঁকডাক দিয়ে বিক্রি করতে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়