প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:৩৬
চাঁদপুরে ট্রেনের নীচে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের আত্মহত্যা
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাহতাব উদ্দিন (৩৮) নামে এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ। নিহত যুবক মেঘনা এক্সপ্রেস ট্রেনের নীচে আত্মহত্যা করে বলে জানা যায়। তবে এ ঘটনার জন্য নিহতের অভিভাকদের দায়ি করছে স্থানীয়রা।
|আরো খবর
২৭ আগস্ট শুক্রবার রাত সাড়ে ন'টার সময় এ ঘটনা ঘটলেও পরের দিন ২৮ আগস্ট শনিবার সকাল দশটায় খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল চাঁদপুর শহরের ওয়ারলেছ মুন্সিবাড়ি এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় বলে গণমাধ্যম কর্মিদের নিশ্চিত করেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ উল্যাহ্ বাহার।
ওসি জানান, অজ্ঞাত নামা হিসেবে মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে লাশের ফিংগার প্রিন্ট নিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
রেলওয়ে থানার ওসি বলেন, লাশের সুরুত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।