প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ২১:২৫
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের রান্না করা খাবার বিতরণ
এ কাজ নিঃসন্দেহে প্রশংসনীয় : রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, পিএইচএফ
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যরা দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন। শুক্রবার ২৭ আগস্ট দুপুরে চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয়ে ৭০ জন মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান সভাপতি শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম, সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার আরএফএসএম এবং সদ্য বিদায়ী সভাপতি রোটাঃ নাছির উদ্দিন খান পিএইচএফ।
|আরো খবর
রোটাঃ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার বলেন, ইনার হুইল ক্লাব একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী সংগঠন। নারীরা ঘরে-বাইরে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। তাদের এ কাজ নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার মতো। তারা মানুষের সেবায় এগিয়ে এসেছে করোনাকালীন সময়ে। এই ক্লাবের সদস্যরা মানুষের সেবার জন্যে আরো ভালো ভালো উদ্যোগ নেবে বলে আশা করি। আর আমাদের সকলকে করোনাকে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকতে হবে এবং ভালো কাজের জন্যে সামনে এগিয়ে যেতে হবে।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাহমুদা খানম, সেক্রেটারী ডালিয়া খানম, ভাইস প্রেসিডেন্ট রওশন আকতার, মিতু আকতার, চার্টার প্রেসিডেন্ট ফাতেমা হোসেন লাভলী, পিপি নাঈমা মোশাররফ, তাসলিমা মুন্নী, আইপিপি তাসনুভা তন্বী, ট্রেজারার মিথিলা মারিয়া, আইএসও আফরোজা পারভীন, এডিটর নাসরিন হোসেন নওশীন, মেম্বার রেবেকা সুলতানা ও রুবিনা মরিয়ম।
সার্বিক সহযোগিতায় ছিলেন রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং চাঁদপুর রোটারেক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন।